কার্সর সরানোর নিয়ম। - Microsoft Office Word Course

Post Top Ad

demo-image

কার্সর সরানোর নিয়ম।

Share This
Responsive Ads Here

কার্সর সরানোর নিয়মঃ


নির্দেশ (যে সকল Key চাঁপতে হবে)

কার্সর/সেল পয়েন্টার স্থানান্তরিত হবে

Cursor এক অক্ষর ডানে যাবে।

Cursor এক অক্ষর বামে যাবে। 

Cursor এক লাইন উপরে উঠবে। 

Cursor এক লাইন নিচে নামবে। 

Ctrl + →

Cursor এক Word করে ডানে যাবে। 

Ctrl + ←

Cursor এক Word করে বামে যাবে। 

Tab

সাধারণত Cursor 0.5 ইঞ্চি ডান দিকে সরে যাবে। 

Page Down 

Cursor এক Screen নিচে নামবে। 

Page Up 

Cursor এক ‍Screen উপরে উঠবে। 

Home

Cursor যে লাইনে থাকবে সেই লাইনের প্রথমে চলে আসবে। 

End

Cursor যে লাইনে থাকবে সেই লাইনের শেষে চলে যাবে। 

Ctrl + Home

Cursor Document এর শুরুতে চলে আসবে। 

Ctrl + End

Cursor Document এর শেষে চলে যাবে। 





এই ওয়েবসাইটের প্রতিটি পোষ্ট আপনি পিডিএফ ফাইল ফরম্যাট এ ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন।


Comment Using!!

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages