⌘ Document এর নির্দিষ্ট পেইজে যাওয়ার নিয়ম (Go To)
ডকুমেন্ট এর মধ্যে যদি একাধিক বা অনেকগুলো Page থাকে, তবে নির্দিষ্ট কোনো Page এ যাওয়ার জন্য এই কমান্ড ব্যবহার করা হয়।
Goto Command এর ব্যবহারঃ
পদ্ধতি-০১
১। Main Menu থেকে "Edit" এ Click করতে হবে।
২। Edit সাব মেনু থেকে "Go To" Select করতে হবে। এতে Go To এর Dialogue Box আসবে।
৩। "Enter Page Number" Text Box Select করতে হবে।
৪। যে Page এ যেতে চাই সেই Page Number টাইপ করতে হবে।
৫। "Go To" এ Click করতে হবে। এতে Cursor উক্ত Page এ চলে যাবে।
পদ্ধতি-০২
১। “Alt + E” চাঁপতে হবে।
২। “G” চাঁপতে হবে। এতে Goto এর Dialogue Box আসবে।
৩। “Alt + R” চাঁপতে হবে।
৪। যে Page এ যেতে চাই সেই Page Number টাইপ করতে হবে।
৫। ↲ Enter Key চাঁপতে হবে। এতে Cursor উক্ত Page এ চলে যাবে।
এই ওয়েবসাইটের প্রতিটি পোষ্ট আপনি পিডিএফ ফাইল ফরম্যাট এ ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন।
No comments:
Post a Comment