কম্পিউটারে টাইপ করার নিয়ম। - Microsoft Office Word Course

Post Top Ad

Responsive Ads Here

কম্পিউটারে টাইপ করার নিয়ম।

Share This

কম্পিউটারে টাইপ করার নিয়মঃ

১। সাধারণভাবে টাইপ করলে লেখা ছোট হাতের অক্ষরে হবে। 

২। যদি কোনো অক্ষর বড় হাতের লিখতে হয় সেক্ষেত্রে Shift Key চেঁপে ধরে সেই অক্ষরটি টাইপ করতে হবে। 

৩। কোনো Key-তে দু’টি অক্ষর থাকে, সাধারণভাবে টাইপ করলে নিচের অক্ষরটি টাইপ হয়। কিন্তু উপরের অক্ষরটি টাইপ করতে হলে Shift Key চেঁপে ধরে অক্ষরটি টাইপ করতে হবে। 

৪। যদি টাইপ করার সময় সবগুলো অক্ষর বড় হাতের অক্ষরে লিখতে হয় তবে সেক্ষেত্রে "Caps Lock" On (অন) করে টাইপ করতে হবে। এই সময় যদি কোথাও ছোট হাতের অক্ষর লিখতে হয় তবে Shift Key চেঁপে ধরে সেই অক্ষরটি টাইপ করতে হবে। 

৫। দুটি শব্দ (Word) এর মাঝখানে ফাঁকা (Space) দিতে হলে "Space Bar" Key চাঁপতে হবে। 

৬। লাইন এর লেখা শেষ করে যদি নিচের লাইন থেকে পুনরায় টাইপ করতে হয় তবে "Enter" Key চাঁপতে হবে। তবে প্যারা অনুযায়ী লিখতে গেলে প্যারা টাইপ করা শুরু করে শেষ না হওয়া পর্যন্ত "Enter" Key চাঁপা যাবে না। 




বিঃদ্রঃ Caps Lock On/Off করলে কী বোর্ডের ডান পাশে উপরে বাতি/বাল্ব জ্বলতে ও নিভতে দেখা যাবে। জ্বলে থাকলে বুঝতে হবে Caps Lock অন হয়েছে। আর নিভে থাকলে বুঝতে হবে Caps Lock অফ হয়েছে। 




এই ওয়েবসাইটের প্রতিটি পোষ্ট আপনি পিডিএফ এবং ওয়ার্ড  ডকুমেন্ট ফাইলে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন।


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages