File কি? - Microsoft Office Word Course

Post Top Ad

Responsive Ads Here

File কি?

Share This

File কি?

Computer -এ বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করার জন্য যে সকল কাজ করে থাকি সেগুলি যদি সংরক্ষণ করি তবে তাই File। কাজের ধরণ অনুযায়ী File বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন- Program চালু করার Executable (EXE) File, বিভিন্ন Operating System -এ কমান্ড দেয়ার জন্য Command (Com) File, ছবির জন্য JPG, BMP, GIF, TIF ইত্যাদি File, বিভিন্ন Word Processing Program এর Doc, Txt ইত্যাদি File। প্রত্যেকটি File -এ দুটি অংশ থাকে। একটি অংশে থাকে File এর নাম এবং অপর অংশে থাকে File Extension। File Extension দিয়ে বুঝা যায় File টি কোন ধরনের এবং তা তিন অক্ষরে প্রকাশ করা হয়ে থাকে। Windows ভিত্তিক Program -এর ক্ষেত্রে File এর নাম সর্বোচ্চ ২৫৬ অক্ষরে লিখতে হয়, তবে Dos ভিত্তিক Program -এর ক্ষেত্রে File এর নাম সর্বোচ্চ ৮ অক্ষরের হয়ে থাকে এবং নাম লেখার সময় কোথাও Space দেওয়া বা কোনো Special অক্ষর ব্যবহার করা যাবে না।




এই ওয়েবসাইটের প্রতিটি পোষ্ট আপনি পিডিএফ এবং ওয়ার্ড ডকুমেন্ট ফাইলে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages