Word Processor কী? - Microsoft Office Word Course

Post Top Ad

Responsive Ads Here

Word Processor কী?

Share This

ওয়ার্ড প্রসেসর কী?
ওয়ার্ড প্রসেসর কী?
 

Word Processor কী?

Word Processor শব্দের অর্থ হচ্ছে “শব্দ প্রক্রিয়াকরণ”। অর্থাৎ যে সকল সফটওয়্যার ব্যবহার করে আমরা কম্পিউটারে বিভিন্ন শব্দ নিয়ে কাজ করি। অন্য কথায় বলা যায়, যে সকল সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটারে সব ধরনের লেখালেখির কাজ করা হয় তাই Word Processor। বিভিন্ন ধরনের Word Processing Software আমাদের দৈনন্দিন ব্যবহারিক জীবনের লেখালেখির কাজ (যেমনঃ চিঠিপত্র, ডকুমেন্ট, রিপোর্ট, পত্রিকা, প্রবন্ধ ইত্যাদি টাইপ করা) সহজ করে দিয়েছে। কম্পিউটারে সর্বাধিক ব্যবহৃত Word Processing Software এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে Word Star, Word Perfect, MS Word, Page Maker ইত্যাদি। বিশ্বের সর্বপ্রথম Word Processor হচ্ছে Word Star, যা ১৯৭৯ সালে বাজারে আসে। তবে এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে Microsoft Word বা MS Word। 


বৈশিষ্ট্যঃ

১। লেখার মাঝখানে কোনো লেখা যুক্ত করা যায় এবং অপ্রয়োজনীয় কোনো লেখা মুছে দেওয়া যায়।

২। কোনো শব্দ পরিবর্তন করে স্বয়ংক্রিয়ভাবে অন্য কোনো শব্দ বসানো যায়। 

৩। বানান ভুল ও ব্যকরণগত ভুল নির্ণয় ও সংশোধন করা যায়। 

৪। লেখার যে কোনো অংশ অন্য যে কোনো অংশে কপি বা স্থানান্তর করা যায়। 

৫। এক ফাইলের লেখা অন্য ফাইলে সংযোজন করা যায়। 

৬। প্রস্তুকৃত লিপিকে ভবিষ্যতে ব্যবহারের জন্য কোনো নামে সংরক্ষণ করা যায়। 

৭। একই ফাইলের মূল লেখার সাথে অন্য ফাইলে সংরক্ষিত ঠিকানা এবং অন্যান্য তথ্য সংযুক্ত করে ফর্মলেটার তৈরি করা যায়। 

৮। বিভিন্নভাবে সাজিয়ে কাগজে স্থায়ীভাবে প্রিন্ট করে রাখা যায়। 





এই ওয়েবসাইটের প্রতিটি পোষ্ট আপনি পিডিএফ এবং ওয়ার্ড  ডকুমেন্ট ফাইলে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন।


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages